মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

বহু আলেম রয়েছেন যারা কেবল বইয়ের জগতে বাস করেন

“বহু ‘আলেম বা শায়েখ রয়েছেন যারা বইয়ের জগতে বাস করেন, কিন্তু বাস্তব জগতে তাদের আনাগোনা নেই। তারা বাস্তবতার যে ধ্যানধারণা (ফিক্‌হুল ওয়াকি’) তা থেকে অনুপস্থিত, বরং বলতে পারেন বাস্তবের ধ্যানধারণা তাদের কাছ থেকে অনুপস্থিত। কেননা এনারা জীবনের বইটাকে খুলে দেখেন না, যেভাবে তারা পূর্ববর্তী ‘আলেমদের বই আদ্যোপান্ত পড়েন। এ কারণে তাদের কাছ থেকে এমন সব ফাতওয়া বের হয় যা (শুনলে) মনে হয় যেন এগুলোকে কবর থেকে উঠিয়ে আনা হয়েছে।”

[ইমাম য়ূসুফ আল-কারাদাওয়ী:’মূজিবাত তাগায়্যুরিল-ফাতওয়া ফী ‘আসরিনা’; পৃ: ৮৫]

“বহু ‘আলেম বা শায়েখ রয়েছেন যারা বইয়ের জগতে বাস করেন, কিন্তু বাস্তব জগতে তাদের আনাগোনা নেই। তারা বাস্তবতার যে ধ্যানধারণা (ফিক্‌হুল ওয়াকি’) তা থেকে অনুপস্থিত, বরং বলতে পারেন বাস্তবের ধ্যানধারণা তাদের কাছ থেকে অনুপস্থিত। কেননা এনারা জীবনের বইটাকে খুলে দেখেন না, যেভাবে তারা পূর্ববর্তী ‘আলেমদের বই আদ্যোপান্ত পড়েন। এ কারণে তাদের কাছ থেকে এমন সব ফাতওয়া বের হয় যা (শুনলে) মনে হয় যেন এগুলোকে কবর থেকে উঠিয়ে আনা হয়েছে।”
[ইমাম য়ূসুফ আল-কারাদাওয়ী:’মূজিবাত তাগায়্যুরিল-ফাতওয়া ফী ‘আসরিনা’; পৃ: ৮৫]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Abdul Kadir

Assalamu Alaikum

“ইসলামে সালাতের গুরুত্ব এতই সুমহান যে বসে থেকে সালাতের জন্য অপেক্ষা করাও একটি ইবাদাত!” — শাইখ সালিহ আল ফাওজান [ফাদাইল আস সলাহ, পৃ ১৩] ...